আজ শুক্রবার

৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

২৪শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

১৪ই সফর, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ২:০৯

মাদকাসক্ত যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

342 Views

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের বোরচর সরদার বাড়িতে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক।

সোমবার রাত ১০টা ৩০ মিনিট থেকে মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে যেকোনো এক সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের নাম রাকিব সরদার (২৫)। তিনি বোরচর গ্রামের মৃত মিনুয়ারা বেগম ও জাহাঙ্গীর সরদারের ছেলে। রাকিব অবিবাহিত ছিলেন এবং স্থানীয় বিভিন্ন ফার্নিচার দোকানে মিস্ত্রির কাজ করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের রাতে রাকিব খাওয়াদাওয়া শেষে প্রতিদিনের মতো চাচাতো ভাই শাহ আলমের ঘরে ঘুমাতে যান। সকালে দীর্ঘ সময় ঘুম থেকে না উঠায় তার জেঠি হোসনে আরা বেগম ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে চাচাতো ভাই রুবেল সরদার, তোফাজ্জল বাদশা এবং অন্যান্য স্বজনেরা দরজা ভেঙে ঘরে ঢুকে রাকিবকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ঘটনার খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে নিহত রাকিব মাদকাসক্ত ছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!