বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা এবং ছেংগাচর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয় উপলক্ষে এক বিশাল বিজয় র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকালে মতলব ব্রীজ টোল প্লাজা এলাকা থেকে বিজয় র্যালীটি শুরু হয়।
এর আগে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন।
মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার, চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারী।
এছাড়াও বিজয় র্যালীতে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি গণি তফাদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সামিউল বাশার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, পরিবেশ বিষয়ক সম্পাদক সাহাদাত ভুইয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ সোহেল, মোশারফ হোসেন মুরাদ, ছেংগারচর পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, সদস্য সচিব আলম সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সুজন প্রধান, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম ভান্ডারী, বিএনপি নেতা খোরশেদ আলম সহ হাজার হাজার নেতাকর্মী।
পথসভায় চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন বক্তব্যে বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এক বছর পুর্তি হয়ে গেল। এ উপলক্ষ্যে বিএনপি সারাদেশে বিজয় র্যালী কর্মসুচি ঘোষনা করেছেন। তারই অংশ হিসেবে জেলা উপজেলায় উদযাপিত হচ্ছে বিজয়। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই বিজয়কে আগামীতে আরও উচ্ছাসিত। তাই আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের জন্য কাজ করি।