আজ মঙ্গলবার

১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

১৮ই সফর, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ৩:১১

কেরির ট্যাবলেট খেয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা

351 Views

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জঙ্গল ইসলামাবাদ গ্রামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। তার নাম পারভীন (৪০)। তিনি দুই ছেলে সন্তানের জননী। তবে বিষ কেন খেয়েছেন তা জানা যায়নি। তিনি ওই গ্রামের মিন্টু পাটোয়ারীর স্ত্রী।

জানা গেছে, রবিবার (১০ আগস্ট) ভোর সাড়ে ৬ ঘটিকায় তিনি বিষ (কেরির ট্যাবলেট) খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পরিবারের সদস্যরা প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে তিনি বিষ খাওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। সেখান থেকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হলে পথিমধ্যে আনুমানিক বেলা ২ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন তিনি।

নিহতের ভাই সুজন জানান, তাদের মধ্যে কোন পারিবারিক কলোহ ছিল না। তারা সুখে শান্তিতেই সংসার করছিল। কিন্তু হঠাৎ করেই এই ঘটনা ঘটে। তবে আমার বোনের একাউন্ট থেকে কিছু টাকা উঠানোর পর তা অন্য মানুষের হাতে চলে যায়, তা নিয়ে সে খুব মানসিক টেনশনে ছিল।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এসআই জাহাঙ্গীর আলম ও এএসআই মিলন লাশের সুরুতাহাল রিপোর্ট তৈরি করেন।

মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক বলেন, ময়নাতদন্তের জন্য লাশ পোস্টমর্টেমে পাঠানো হয়েছে। পরবর্তীতে রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু ডায়েরী হয়েছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!