আজ বুধবার

১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

১৯শে সফর, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সন্ধ্যা ৬:৪৫

দুই পা বাঁধা যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে ছিল বেড়িবাঁধে

129 Views

চাঁদপুরের মতলব উত্তরে মিজানুর রহমান অভি নামের ৩৫ বছরের এক যুবকের রশি দিয়ে দুই পা বাঁধা অবস্থায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) ভোর পৌনে ৬ টার দিকে একলাছপুর ইউনিয়নের হাশিমপুর ও নয়াকান্দি এলাকার মাঝামাঝি বেড়িবাঁধের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর সেখান থেকে মিজানকে মৃতপ্রায় অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটেছে।

নিহত মিজান একলাছপুর গ্রামের মৃত ফয়েজুল্লাহ কাজীর ছেলে। সে নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন এবং অটোরিকশা চালাতেন। এছাড়াও মিজান একলাছপুরে তার নানার বাড়িতে প্রায়ই অবস্থান করত বলে জানা যায়।

নিহতের স্বজনরা জানায়, গত তিন দিন আগে নারায়ণঞ্চ থেকে একলাছপুর আসে মিজান। এরপর গতকাল মঙ্গলবার দুপুর ১ টায় তার পরিবারের সাথে সর্বশেষ ফোনে যোগাযোগের পর তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় সুষ্টু বিচার দাবী স্বজনসহ এলাকাবাসীর।

এদিকে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সন্ত্রাসী চক্রের সঙ্গে বিরোধ আছে জানিয়ে পুলিশ বলছে, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার আগে তাঁকে নির্যাতন করা হতে পারে।

এ ঘটনায় নিহতের লাশ মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার সুষ্টু তদন্দ সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা কথা জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান অভি মেঘনা নদীতে অবৈধ ড্রেজিং, বালু সিন্ডিকেট, চাঁদাবাজি এবং মাদকের সঙ্গে জড়িত ছিলেন। তিনি প্রায়শই এলাকায় না থাকলেও নারায়ণগঞ্জে অবস্থান করতেন। তার হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে আরেক ব্যক্তিকে একইভাবে হত্যা করার হুমকি দেয়া হয়েছে। এতে করে মতলব উত্তরের একলাছপুর ইউনিয়নে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!