চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী ২৫ টি মামলার পলাতক এবং সাজাপ্রাপ্ত আসামি নাফিউর রহমান ফয়সাল ওরপে পল্টি রুবেল (৩৩) সহ আরো ২ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনি। অপর দুইজনের মধ্যে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নাইম প্রধানীয়া (২৫) এবং সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত সাকিল মজুমদার(২৫) কে গ্রেফতার করেছে যৌথবাহিনি।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ১৪ আগস্ট মধ্য রাতে মতলব পৌরসভার মধ্য কলাদী এলাকা থেকে নাফিউর রহমান ফয়সাল ওরপে পল্টি রুবেলকে যৌথবাহিনীর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।সে এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ২৫ টি মামলা চলমান রয়েছে এবং একাধিক মামলায় সাজাপ্রাপ্ত। সে একটি মাদকের মামলায় একবছর ৫ মাসের সাজাপ্রাপ্ত ও ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডে দন্ডিত এবং দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। সে কলাদী ( ঘোষপাড়ার) মৃত খসরু মিয়ার ছেলে।
অপরদিকে ১৪ আগস্ট সকাল সাড়ে ৭টায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ডাটিকারা গ্রামের রাস্তার উপর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নাইম প্রধানীয়াকে গ্রেফতার করেছে যৌথবাহিনি। সে সারপাড় গ্রামের মজিবুর রহমানের ছেলে।তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।এদিকে সিআর ১৬৯/২৫ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাকিব মজুমদারকে ১৫ আগস্ট দুপুরে নাগদা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম এর নির্দেশ মোতাবেক যৌথবাহিনীর অভিযানে ২৫ মামলার পলাতক আসামীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।মতলবে ২৫ মামলার পলাতক আসামী পল্টি রুবেল।