চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৫ নং ওয়ার্ডের দুলালকান্দি গ্রামে দুর্ধর্ষ লুটের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ আগষ্ট) গভীর রাতে দুলালকান্দির প্রামানিকের বাড়িতে সিঁধ কেটে ঢুকে ছুরি ঠেকিয়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং নগদ ত্রিশ হাজার টাকাসহ আড়াই লক্ষ টাকার মালমাল লুট করে নিয়ে যায়।জানা যায়, ওই বসতঘরে প্রবাসী রোকনুজ্জামানের স্ত্রী রেশমা বেগম ও তার মা বসবাস করতেন।
রেশমা বেগম জানান, পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে চোরেরা ঘরে প্রবেশ করে আমার গলায় ছুরি ঠেকিয়ে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। সকালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী চরম হতবাক হয়ে পড়েন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করে মতলব উত্তর থানার এসআই মিজান বলেন, সিঁধ কেটে মুখোশ পরিহিত ২ জন ছুরির ভয় দেখিয়ে লুটপাট চালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।