চাঁদপুরের মতলব উত্তরের প্রতিবন্ধী বৃদ্ধ তোফাজ্জল প্রধানের (৬৮) পরিবারের উপর আবারো হামলা ও শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে।
রোববার (১৮ আগস্ট) সকালে উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের গালিমখাঁ গ্রামের প্রধান বাড়ীতে এই ঘটনা ঘটে।
জানা যায়, গত ৪ জুলাই প্রতিবন্ধী বৃদ্ধের সম্পত্তি দখল-উচ্ছেদে নিতে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও শ্লীলতাহানী করে প্রতিপক্ষ আশোক আলী গংরা। এরপর মতলব উত্তর থানায় অভিযোগ করলে মামলা তুলে নিতে নানাভাবে চাপ প্রয়োগ করতে থাকে। এর জের ধরে ধরেই তৃতীয়বারের মতো রোববার (২৪ আগস্ট) দেশীয় অস্ত্রসস্ত্রসহ অতর্কিত হামলা করে অভিযুক্তরা।
অভিযুক্তরা হলেন: গালিমখাঁ গ্রামের কালু প্রধানের ছেলে আশোক আলী (৫০), আশোক আলীর ছেলে মিন্টু প্রধানীয়া (২০), আমির বক্সের ছেলে আফজল প্রধানীয়া (৪৫), ফারুক মিয়ার ছেলে তারেক (২৮), স্ত্রী নাছিমা (৪৫), আমির বক্সের ছেলে খোরশেদ (৪৫)।
ভুক্তভোগী পরিবার আক্ষেপ করে জানায়, এখনো পর্যন্ত তিনবার হামলা হয়েছে কিন্তু এর কোন বিচার তারা পাননি। বিবাদীরা বারবার আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে। এমন অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন তারা। তবুও প্রশাসনের কাছে সুষ্টু বিচারের আশায় ভুক্তিভোগী পরিবার।