চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীর পাড় ঘেঁষে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম-সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় তার ভেরিফাই ফেসবুকে একাউন্টে লিগ্যাল নোটিশের কপি পোস্ট করেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) দেওয়া নোটিশে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন যাবত মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বসতবাড়ি, ফসলি জমি ও প্রাকৃতিক জীববৈচিত্র মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিশেষ করে মেঘনা-ধনাগোদা বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের ৬৪ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ ভাঙনের ঝুঁকিতে রয়েছে, যা জনজীবন ও কৃষির জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
ব্যারিস্টার টিপু তার নোটিশে আরও উল্লেখ করেন, এই ধরনের কর্মকাণ্ড বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার বিভিন্ন উপধারার স্পষ্ট লঙ্ঘন এবং আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি দাবি করেন, বিষয়টি বহুবার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এমনকি স্থানীয় জনগণ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
নোটিশে জেলা প্রশাসককে উদ্দেশ্য করে বলা হয়, আগামী ৭ দিনের মধ্যে স্থায়ীভাবে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায়, প্রশাসনকেই এর জন্য দায়ী থাকতে হবে এবং জনগণের পক্ষে দেশের সর্বোচ্চ আদালতে তিনি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন।
এই লিগ্যাল নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে ক) পুলিশ সুপার, চাঁদপুর, খ) প্রধান প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, চাঁদপুর, গ) উপজেলা নির্বাহী কর্মকর্তা, মতলব উত্তর, ঘ) ভারপ্রাপ্ত কর্মকর্তা, মতলব উত্তর থানা।
উল্লেখ্য, ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু মতলব উত্তর উপজেলার সুগন্ধি গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক এবং চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি মেঘনা নদীতে বালু উত্তোলনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে আসছেন।