ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োজিত রয়েছেন অধ্যাপক ড. অধ্যক্ষ শামছুন নাহার।
২০২৪ সালের ৯ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে নিযুক্ত হন তিনি।
প্রফেসর ড. শামছুন নাহারের বাড়ি মতলব দক্ষিণ উপজেলায়। তিনি বাবুরপাড়া মিয়াজি বাড়ীর মৃত মো: কলিম উল্লাহর মেয়ে। দুই ভাই ও ২ বোনের মধ্যে অধ্যাপক ড. শামছুন নাহার ৩য়। অধ্যাপক ড. শামছুন নাহার ১৯৯৩ সালে ১৪ তম বিসিএস এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগদান করেন।