চাঁদপুর-২ মতলব উত্তর দক্ষিণ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী বলেছেন, “রাজনীতি মানে ব্যক্তিগত ভোগ-বিলাস নয়, বরং আমানতদারিত্ব। জনগণের এক টাকাও যেন অপচয় না হয়, তা আমি নিশ্চিত করবো। দুর্নীতি ও অনিয়মের সব দ্বার রুদ্ধ করে জনগণ যেন সত্যিকার অর্থে তাদের ট্যাক্স ও বাজেটের সুফল ভোগ করতে পারে-এটাই আমার অঙ্গীকার।”
ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে রবিবার ( ২৪ সেপ্টেম্বর) মতলব উত্তর উপজেলার ৪টি ইউনিয়নে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন “আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই, তবে জনগণের বাজেটের ১ টাকাও আমার ব্যক্তিগত প্রয়োজনে খরচ করবো না। জনগণের টাকায় জনগণের উন্নয়ন হবে, ব্যক্তিস্বার্থে নয়। প্রতিটি খরচের হিসাব স্বচ্ছতার সঙ্গে জনগণের সামনে প্রকাশ করা হবে।”
এসময় সকলকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, আমরা সবাই মিলে একটি সৎ, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সমাজ গড়ে তুলি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সহ সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, মতলব উত্তর উপজেলার সদস্য মাওলানা আতাউল্লাহ মহসিন, সভাপতি হাফেজ হাবিবুর রহমান, সেক্রেটারি ডালিম চৌধুরী, মাওলানা আশরাফ আলী, যুবনেতা মঈনুদ্দিন সুজন,খোরশেদ আলম, ছাত্রনেতা মুহাম্মদ সাগর আহমদ, আশরাফুল ইসলাম নীরব প্রমুখ।