চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী ও সাধারণ সম্পাদক এইচ.এম ইসমাইল পাটওয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছেংগারচর সরকারি কলেজ শাখায় জিয়াউল ইসলাম সরকার তুষার সভাপতি ও মোঃ সজীব মিয়াকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক নিহা মনি, যুগ্ম আহবায়ক মো: সায়মন, মো: আজিম, নাহিদা আক্তার, সদস্য নেছার উদ্দিন, মোঃ রিয়াদ হোসেন।
গঠিত কমিটিকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনপূর্বক জেলা ছাত্রদল কমিটি বরাবর পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে। এদিন বিজ্ঞপ্তিতে মতলব উত্তর উপজেলার আরও ৭ টি কলেজের ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।