চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর সরকারি কলেজ শাখা ছাত্রদলসহ ৮ টি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণার পরপরই এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে নানা সমালোচনা শুরু হয়েছে।
ঘোষিত কমিটি নিয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ছেংগারচর সরকারি কলেজ শাখায় দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ইমন মোল্লা গভীর হতাশা প্রকাশ নিজের ফেসবুক ওয়ালে আবেগঘণ একটি স্ট্যাটাস দেন।
লেখাটি হুবহু তুলে ধরা হলো, ‘ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রিয় সংগঠনকে দীর্ঘদিন রাজপথে আন্দোলনে লড়াইয়ে সংগ্রামের প্রতিদান দেওয়ার জন্য।
আমাকে এমন ভাবে চমক দেওয়ার জন্য ধন্যবাদ যে আমি একটা কলেজের সদস্য হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারিনি। দীর্ঘদিন ছাত্রদল করার পরেও অন্ত কোন্দলের জন্য কোথাও নাম না রাখার জন্য ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে।
এখন ছবি দিয়ে মানুষের রাজনীতি নির্ণয় করা হয়। আমি যখন বুঝতে শুরু করি তখন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে আমি সম্পৃক্ত। ১৮ সালের নির্বাচনে ধানের শীষ এর সভা করার কারণে আমি অপ্রাপ্ত বয়সের হওয়ার পরেও রাজনৈতিক প্রতিহিংসার জেরে দীর্ঘদিন এলাকার বাহিরে থাকতে হয়েছে ।
যখন ২০২১ সালে ওয়ার্ড কমিটি দিয়েছে তখন বিএনপি দল করি নামটা বলতে অনেকেই ভয় পাইতো। শিক্ষা ঐক্য প্রগতির স্লোগানে স্লোগানে মুখরিত করেছি ক্যাম্পাস প্রাঙ্গণ।
২৪ এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যখন অনেকে কথা বলতে ভয় পাই তো পোস্ট করতে ভয় পাই তো তখন আমরাই রাজপথে ছিলাম। যাদের সাথে আমি রাজনীতি করেছি তারা জানে যে এই ছাত্রদল করার জন্য আমার কত বাধার সম্মুখীন হতে হয়েছে সামাজিক ও অর্থনৈতিক এবং মানসিকভাবে!
যাইহোক আমি হয়তো যোগ্য ছিলাম না। সংশ্লিষ্ট যাদের নিয়ে কমিটি করা হয়েছে তাদের সবার জন্য শুভকামনা রইলো।’
উল্লেখ্য, বুধবার (২৭ আগস্ট) জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী ও সাধারণ সম্পাদক এইচ.এম ইসমাইল পাটওয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মতলব উত্তরে ৮ টি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।