আজ শনিবার

৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

বিকাল ৪:২০

মতলব উত্তরে মিলবে বিষধর সাপের এন্টিভেনম

80 Views

চাঁদপুরের মতলব উত্তরে বর্ষা ও বন্যা মৌসুমে বেড়ে যায় বিষধর নানান সাপের উপদ্রব। এসময় জলমগ্ন এলাকা ছেড়ে সাপ চলে আসে শুকনো এলাকায়। তাই সাপে কাটার ঘটনাও বেশি ঘটে। আর সাপে কাটা রোগীকে দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ করতে না পারায় উপজেলায় দিন দিন বাড়ছে মৃত্যুঝুঁকি।

সম্প্রতি মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের হাতীঘাটা টরকি গ্রামে সাপের কামড়ে খুকি বেগম নামে দুই সন্তানের জননীর মৃত্যু ঘটেছে। জানা যায়, সাপে কাটার পর সে অসুস্থ হয়ে পড়লে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিতে নিতেই তার মৃত্যু ঘটে। এর আগেও, মতলব উত্তর উপজেলার কৃষক জহিরুল ইসলাম জরু মাঝিসহ অনেকেরই চাঁদপুর সদর হাসপাতালে পৌছানোর আগেই মৃত্যুর ঘটনা ঘটেছে।

কিন্তু এখন থেকে সাপে কাটা রোগীরা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই নিতে পারবেন অ্যান্টিভেনম ইনজেকশন। স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুদ রাখা হয়েছে ২০ ভায়াল অর্থাৎ কমপক্ষে ২ জনের অ্যান্টিভেনম সেবা। চলতি বর্ষ মৌসুমের কথা চিন্তা করে হাসপাতালগুলোতে এই অ্যান্টিভেনমের মজুদ ও সরবরাহ করেছে সরকার।

বর্তমানে সাপের কামড়ের অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং আধুনিক চিকিৎসা রয়েছে। কিন্তু গ্রামাঞ্চলে ওঝা বা বৈদ্যর কাছে নিয়ে কেবলমাত্র সময় নষ্টই হয় না, রোগীর অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে পড়ে। তাই ওঝা বা কবিরাজের কাছে নিয়ে না গিয়ে সাপে কাটার সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে বিনামূল্যে ইনজেকশন দেওয়ার পরামর্শ দিয়েছেন উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান।

তিনি জানান, সাপে কাটলে শরীরে ধীরে ধীরে রক্ত দূষণ, মাংসপেশি অকার্যকর ও মস্তিষ্ক অকার্যকর হয়ে পড়ে। তবে সাপ কামড়ালেই মৃত্যু হবে এমন ধারণা সঠিক নয়। এজন্য প্রথমে শক্ত কাপড় দিয়ে হালকা করে সাপে কাটা স্থান বাঁধতে হবে। সাপে কাটা পেশি কম নড়াচড়া করতে হবে। কারণ পেশির নড়াচড়া যত কম হবে, বিষ তত কম ছড়াবে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!