আজ রবিবার

৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১১:৪০

নীরব এবং তার বন্ধুদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম

35 Views

চাঁদপুরের মতলব উত্তরের নতুনবাজারে বানিজ্য মেলায় মেয়েদের সঙ্গে অশ্লীল অঙ্গভক্তি করা নিরব ও তার বন্ধুদের আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মতলব উত্তর থানার সামনে দ্রুত বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মাহবুব সরকার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উপজেলার সাবেক সভাপতি বিএম মাহফুজ হাসান, মতলব উত্তর ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান মাহমুদ সুমন, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলার সাংগঠনিক সম্পাদক মো. সিফাত, ছাত্রদল নেতা জুয়েল, ছেংগারচর পৌর ছাত্রঅধিকার পরিষদের সভাপতি মোঃ সাদ সরকারসহ নেতৃবৃন্দ।

সমাবেশের তিন দফা দাবীতে বলা হয়, নীরব এবং তার বন্ধুদের আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। মতলব উত্তরে সর্বত্র কিশোর গ্যাং এর দৌরাত্ম্য বন্ধ করতে প্রশাসনকে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং মতলব উত্তরে মাদকের বিস্তার রোধে ক্রেতা এবং বিক্রেতাদের আইনের আওতায় আনতে হবে।

বক্তারা বলেন, নারীরা হলেন সম্মানের পাত্র। তাদেরকে সম্মান করতে হবে। কিন্তু সম্প্রতি দেখা গেছে নতুন বাজারে একটি মেলায় অশালীন অঙ্গ ভঙ্গি করে নিরব নামে এক যুবক তার বন্ধু মিলে ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে। যা সম্পুর্ণ ইসলাম ও সমাজবিরোধী কুরুচিপূর্ণ অপকর্ম।

তাই দ্রুত ওই নিরব ও তার বন্ধুকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানাচ্ছি।অভিযোগে জানা যায়, নিরব একজন ইভটিজার ও টিকটকার। সে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছাত্রীদেরকে অশ্লিল অঙ্গভঙ্গি প্রদর্শন করে টিকটকে ভিডিও আপলোড করে এবং বিভিন্ন অশ্লিল ভাষা ব্যবহার করে। সে গত আঠাইস আগস্ট তারিখে মতলব উত্তর থানাধীন নতুন বাজারস্থ দেশীয় পণ্যের মেলায় অশ্লিল অঙ্গভঙ্গি প্রদর্শন করে টিকটকে ভিডিও আপলোড করে। তার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়ার পর সুশীল সমাজ উক্ত ব্যক্তিকে নিয়ে নিন্দা প্রকাশ করলে সে লাইভে এসে তাদেরকে হুমকি প্রদর্শন করে এবং তার সহযোগিরা ফেসবুক মেসেঞ্জারে এসে হুমকি প্রদান করে। তার এই অনৈতিক ও অশ্লিল অঙ্গভঙ্গির কারণে সুশীল সমাজে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!