গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরু ও শতাধিক কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে ছেংগারচর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ও প্রশাসন কর্তৃক নুরুল হক নুরুর উপর যে পরিকল্পিত হামলা হয়েছে ঘৃণিত। দ্রুত এই হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। তা না হলে কঠোর ভাবে জবাব দেওয়ার হবে বলে হুশিয়ারি করা হয়।
বিক্ষোভ সমাবেশে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুম সরকারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা গণঅধিকার পরিষদের সংগঠক কাউছার মুন্সি, সংগঠক মোঃ হানিফ, জেলা যুবঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজন, উপজেলা ছাত্রঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ সুমন, উপজেলা যুবঅধিকার পরিষদের সংগঠক মোঃ সুমন, উপজেলা যুবঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মবিন, দপ্তর সম্পাদক আবুল কালাম, অর্থ বিষয়ক সম্পাদক জিএম রাব্বানী, ছেংগারচর পৌর যুবঅধিকার পরিষদের সংগঠক রোমান, ছেংগারচর পৌর ছাত্রঅধিকার পরিষদের সভাপতি মোঃ সাদ সরকার, বাগানবাড়ি ইউনিয়ন ছাত্রঅধিকার পরিষদের সভাপতি মোঃ নিলয় সহ নেতৃবৃন্দ।