চাঁদপুরের মতলব উত্তরে বিষধর সাপের দংশনের পর এন্টিভেনম নিয়ে জীবন ফিরে পেয়েছেন উপজেলার দুই বয়স্ক ব্যক্তি।
সোমবার সকাল ১১ টার দিকে বাড়ির পুকুরে কাজ করতে গিয়ে সাপের কামড়ের শিকার হন ৫৭ বছর বয়সী সিরাজুল ইসলাম মোল্লা।
তিনি উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের নবীপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, সাপে কামড়ের পর আক্রান্ত স্থান ক্রমশ কালো হতে থাকে তার। এসময় তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা হাসপাতালে মজুদ রাখা ১০ ভায়াল এন্টিভেনম পুশ করলে ধীরে ধীরে সুস্থতা অনুভব করেন সাপে দংশীত রোগী সিরাজুল ইসলাম মোল্লা।
এর আগে, গত শনিবার (৩০ আগস্ট) সকাল ১১ টায় ধানক্ষেতে কাজ করার সময় বিষধর সাপের আক্রমনের শিকার হয়ে ৭০ বছরের জাদ্দাল দেওয়ান। তিনি একলাছপুর ইউনিয়নের বোরোচর গ্রামের বাসিন্দা।
জানা যায়, প্রথমে ওঝার মাধ্যমে চেষ্টা করেও কোন ফলাফল না পেয়ে বিকেল ৫ টায় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার স্বজনেরা। তার শরীরেও ১০ ভায়াল এন্টিভেনম ডোজ পুশ করে চিকিৎসকরা।জাদ্দাল দেওয়ান হাসপাতালে দুইদিন ভর্তি থাকার পর বর্তমানে তিনিও সুস্থতা অনুভব করছেন।
রোগীর স্বজনরা জানান, মতলব টুডে ডটকমে সংবাদ পেয়ে হাসপাতালে নিয়ে এসেছেন তারা। সরকারের এমন ইতিবাচক উদ্যোগকেও স্বাগত জানান তারা।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাইজা মতলব টুডে ডটকমকে জানান, সকালে রোগী আসলে তার পরীক্ষা নিরীক্ষা করার পর অ্যান্টিভেনম দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর আমরা ১০ ভায়াল ডোজ পুশ করি। রোগী এখন অনেকটা সুস্থ আছে।