নারী নিপীড়নের প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনার অংশ হিসেবে এই কর্মসূচী পালন করে ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদল।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, ছেংগারচর পৌর ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল ইসলাম সরকার তুষার, সদস্য সচিব সজিব জয়, সিনিয়র যুগ্ন আহ্বায়ক নিহা মনি, যুগ্ন আহ্বায়ক মো. আজিম প্রমুখ।
এসময় মোহনপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা তালহা, শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল কাদেরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় (ডাকসু) নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থীতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদ জানায় বক্তারা।