চাঁদপুরের মতলব দক্ষিণে অটোরিকশা চালককে হত্যার দায়ে তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মতলব দক্ষিণ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে গতকাল রাতে যাত্রী সেজে ওই তিনজন চালক শাওন সরকারের অটোরিকশায় ওঠে।
পরে নারায়ণপুর ইউনিয়নের চাঁপাতলী-বাদামতলী সড়কের বাগিচাপুর গ্রামের নির্জন এলাকায় নিয়ে চালক শাওন সরকারের (২১) মাথায় আঘাত করে অটোরিকশা নিয়ে চম্পট দেয় যাত্রীবেশী দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় চালককে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাতেই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের মা রোকসানা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
এদিকে, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহত জানান, রাতেই ঘটনার শিকার চালকের স্বজনরা পুলিশকে জানান। এসময় ঘটনাস্থলের অদূর থেকে অটোরিকশা উদ্ধার করে। পরে হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে অভিযান চালানো হয়।
এরইমধ্যে তিনজনকে আটক করা হয়। তারা হচ্ছেন, আটক সাব্বির কাজী (১৯), আব্দুর রহমান সাইফ (১৯) ও হাসান প্রধান সোহাগ (২৪)। তাদের বাড়ি মতলব দক্ষিণের বিভিন্ন এলাকায়।অন্যদিকে, বৃহস্পতিবার সকালে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় নির্মম এ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত সময়ের মধ্যে আটকের নির্দেশ দেন সংশ্লিষ্ট থানা পুলিশকে।
তিনি আরও জানান, আটক হওয়া তিনজনই পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। মূলত অটোরিকশা ছিনিয়ে নিতেই এমন হত্যাকাণ্ড সংঘটিত হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, নিহত শাওন সরকার মতলব পৌরসভার উত্তর নলুয়া গ্রামের কৃষক ইকবাল সরকারের ছেলে। তার দুই সন্তানের মধ্যে শাওন সরকার বড়। দুপুরে চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে শাওন সরকারের মরদেহ হস্তান্তর করা হয়।