loader image

আজ শুক্রবার

১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

এখন সময়:

রাত ১১:০০

মতলব উত্তরে বিদেশি মদসহ আটক ০২

মাহফুজুর রহমান

স্টাফ রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদেশী মদসহ দু’জনকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামের রবিউল্লার ছেলে জাহিদ হাসান এবং ছেংগারচর পৌরসভার জোড়খালী সরকার বাড়ির মোহাম্মদ আলীর ছেলে মেহেদী হাসান।

মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ২৬ জুন দুপুর আড়াইটার সময় মতলব উত্তর থানার এসআই (নিরস্ত্র) মোঃ রমিজ উদ্দিন সংগীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছেঙ্গারচর পৌরসভাস্থ জোড়খালী সরকার বাড়ীর মেহেদী হাসান এর বসত ঘর থেকে ১০ বোতল বিদেশি মদ (হুইস্ক) মেহেদী হাসান (৩০) ও মোঃ জাহিদ (১৯) কে আটক করেছে। গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মতলব উত্তর থানা পুলিশের চৌকস টীম বিদেশি মদসহ দু’জনকে আটক করতে সক্ষম হয়েছে। তাদের জেলহাজতে প্রেরন করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। সেই জন্য মাদক বিরোধী অভিযান সবসময় অভ্যহত আছে এবং থাকবে।

Leave a Comment

আজ শুক্রবার , রাত ১১:০০

১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ সার্চ করুন

Search

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত মতলব টুডে