চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ভাঙ্গারপাড় গ্রামের ওমান প্রবাসী শান্ত সূত্রধর নামক এক যুবক তার ফেইসবুক আইডিতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি করায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। সে ওই গ্রামের তপন চন্দ্র সুত্রধরের ছেলে।তার মাতা শিতা রাণী সুত্রধর।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শান্ত সুত্রধর দীর্ঘদিন যাবৎ ওমানে চাকরী করেন।গত কয়েকদিন পূর্ব তার (SH AN TO) নামে ফেইসবুক আইডির পেইজে হয়রত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করে শান্ত সুত্রধর।
শনিবার(২১ জুন) সন্ধ্যায় তার আইডিতে পোস্ট করা লেখাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে সমগ্র মতলবে বিষয়টি নিয়ে উত্তেজনা বিরাজ করে।
ইসলামি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শান্ত সুত্রধরের পরিবারকে তার ছেলের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তারা জানান সে ওমানে চাকরী করেন। পরে তার বাবা মা যোগাযোগ করার পর হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে তার ফেইসবুক আইডিতে পোস্ট করা কটুক্তি ডিলিট করে ওই আইডি থেকে ক্ষমা চেয়ে একটি পোস্ট করে এবং লাইভে এসেও ক্ষমা চায় শান্ত সুত্রধর।
এদিকে তৌহিদী জনতার দাবী সে যে অন্যায় এবং অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য। তাই তৌহিদী জনতা ক্ষিপ্ত হয়ে শনিবার রাত সাড়ে ৯ টায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে।
মিছিলটি মতলব বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে পানির টাংকি এলাকায় গিয়ে শেষ হয়।এতে বক্তব্য রাখেন পীরজাদা মাওলানা আনসার আহমেদ, মাওলানা আশিকুর রহমান জিসান,সারোয়ার ফরাজী।তাদের দাবী, আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রিয় নবীকে নিয়ে কটুক্তিকারী শান্তকে ওমান থেকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং তার বাবা মাকেও আইনের আওতায় আনতে হবে। তার শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন কঠোর থেকে কঠোর হওয়ার ঘোষনা দেন বিক্ষোভকারীরা।
এদিকে খবর পেয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ শান্ত সুত্রধরের বাড়ীতে যান। তবে এ ঘটনা চারিদিকে ছড়িয়ে পরার পরপরই তার পরিবারের লোকজন ঘরে তালা ঝুলিয়ে অজ্ঞাত স্থানে চলে যান।
থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, শান্ত সুত্রধর এর বাড়ীতে যাওয়ার পর দেখা যায় তাদের ঘরের দরজায় তালা ঝুলিয়ে কোথাও চলে গেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে।তবে তাদের বাড়ী ঘরে যেন কেউ ক্ষয়ক্ষতি না করা হয় সেজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।