আজ বৃহস্পতিবার

৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ই সফর, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ২:৩৯

বাংলামোটর থেকে মতলবের ব্যবসায়ী নিখোঁজ

337 Views

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবকলস গ্রামের রবিউল আলম কাকন (৩২) নামক এক ব্যবসায়ী ঢাকা বাংলামোটর থেকে নিখোঁজ হয়েছে। সে নবকলস গ্রামের খালেক প্রধানের ছেলে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০ টার পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছে। তার স্ত্রী সুমাইয়া আক্তার শারমিন বাদী হয়ে ২৬ জুন রাতে রমনা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। যার জিডি নং ১৫৯৪।

তার স্ত্রী সুমাইয়া আক্তার শারমিন ও জিডি সূত্রে জানা গেছে, রবিউল আলম রোকন দীর্ঘদিন যাবত ২৯০/১/৩ উত্তর শাহজাহানপুর এলাকায় গাড়ীর পার্সের ব্যবসা করে আসছিল।বৃহস্পতিবার সকাল ১০ টায় রবিউল আলম রোকন নিজ দোকানের মালামাল ক্রয়ের জন্য ধোলাইখালে যায়।

দুপুর আনুমানিক ১ টায় তার স্ত্রী দোকানে এসে স্টাফদের নিকট তার স্বামীর কথা জিজ্ঞেস করলে জানায় ধোলাইখাল গেছেন দোকানের মালামাল ক্রয়ের জন্য। সাথে সাথে তার স্বামীর ব্যবহৃত মোবাইল নাম্বারে (০১৬২২৭৫২১৭৬) নাম্বারে একাধিকবার ফোন করলে নাম্বারটি বন্ধ পায়।তখন ধারনা করেছিল হয়তোবা নেটওয়ার্ক এর বাহিরে আছে তাই ফোন বন্ধ দেখাচ্ছে।

রাতের মধ্যে দোকানে না আসায় এবং তার আত্বীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ করে কোন সন্ধান না পাওয়ায় দুঃশ্চিন্তায় পড়ে যায় তার পরিবার। পরে রাতেই রমনা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তার স্ত্রী সুমাইয়া আক্তার শারমিন।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!