আজ মঙ্গলবার

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ১২:৫৯

ছেংগারচরে পানি ও স্যালাইন বিতরণ করল পৌর ছাত্রদল

182 Views

কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তরে এইচ.এস.সি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এবার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে ছেংগারচরে পৌর ছাত্রদল।

রোববার (২৯ জুন) সকালে ছেংগারচর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচ.এস.সি ও সমমানের পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে এই বিতরণ কর্মসূচী পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সায়মন ইসলাম, ছাত্রদল নেতা ইমন মোল্লা, সুজন রুদ্র, জুয়েল মিয়া, রাকিব হোসেন, নাফিস, রিফাত, রাতুল প্রমুখ।

ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ শাকিল খান বলেন, পৌরসভার ছেংগারচর সরকারি কলেজ কেন্দ্রে আমরা প্রস্তুত ছিলাম। এই প্রচণ্ড গরমে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা দিতে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছি। পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে উৎসাহ দিয়েছি। ছাত্রদল সবসময় শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করে।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, উপজেলার প্রতিটি কেন্দ্রে ছাত্রদলের নেতাকর্মীরা একইভাবে পরীক্ষার্থীদের পাশে ছিল। আমরা চাই সমাজে ভালো কাজের প্রতিযোগিতা হোক।

ছাত্রদলের এমন উদ্যোগকে এইচ.এস.সি পরীক্ষার্থীসহ স্থানীয়রা সাধুবাদ জানিয়েছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!