আজ বুধবার

৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ৮:৫২

মতলবে ৩ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী সুমি আটক

392 Views

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও এলাকায় শুক্রবার (৪ জুলাই) রাতে যৌথবাহিনি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ সুমি আক্তার (৩০) নামক এক মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে। সে উপজেলার নায়েরগাঁও নয়াকান্দি গ্রামের সোহেল হোসেনের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সুমি আক্তার এলাকায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে মাদকের রমরমা ব্যবসা করে আসছিল।গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নয়াকান্দি গ্রামের ছায়েদ আলী প্রধানিয়া বাড়ীতে সুমি আক্তারের বসত ঘরে যৌথবাহিনি তল্লাশি করে তার শয়ন কক্ষের খাটের নিচে হইতে ৩ কেজি গাঁজা ও ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকসহ সুমি আক্তারকে আটক করে মতলব দক্ষিণ থানায় নিয়ে আসে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, সুমি আক্তারের ঘর তল্লাশি করে ৩ কেজি গাঁজা ও ৪৮ পিস ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসা হয়।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজ শনিবার (৫ জুলাই) চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। আটক সুমি আক্তারের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!