মতলব উত্তরের ফতেপুর পুর্ব ইউনিয়নে খবর পেয়ে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে সাহাবাজকান্দি গ্রামে কনের বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।
জানা গেছে, বাল্যবিবাহ চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় প্রশাসন গিয়ে তাৎক্ষণিক বাল্যবিবাহ বন্ধ করে দেন এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ০৮ ধারা মোতাবেক কনের পিতা সজিব মুন্সিকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। এসময় বাল্যবিবাহ দমনে মুচলেকা নেয় প্রশাসন।