চাঁদপুরের মতলব উত্তরে চাঁদাবাজি ও দখলবাজি, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এখলাছপুর ইউনিয়ন যুবদল।
শনিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম একলাছপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, এখলাছপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল জলিল মিয়াজী।
এখলাছপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল জলিল মিয়াজী বলেন, ‘বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন। বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষার মূলমন্ত্র বুকে ধারণ করে এই দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা। গণতন্ত্রের মূল নীতিকে ঊর্ধ্বে তুলে ধরেই শত প্রতিকুলতা ও ঝড়-ঝাপটা অতিক্রম করে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে এসেছে। স্বজাতির সব ধর্ম ও বর্ণের সজ্জন মানুষ ও বিভিন্ন শ্রণি-পেশায় যুক্ত ব্যক্তিরা এই দলের সদস্য হতে পারেন। সমাজবিরোধী কোন ব্যক্তি, দখলবাজ, চাঁদাবাজদের স্থান এই দল বরদাস্ত করে না।’
তিনি বলেন, ‘যুবদলের নাম ভাঙিয়ে কেউ অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, কিন্তু দল যখনই এ ধরনের ঘটনা অবহিত হয় তখনই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করেনি। বিএনপি জন্মলগ্ন থেকেই গণতান্ত্রিক সংবিধান ও সুশাসনের জন্য আইনী ও প্রাতিষ্ঠানিক কাঠামো নির্মাণ করার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা এবং এরজন্য নিরবচ্ছিন্ন সংগ্রাম করে এসেছে। এই দল মনে করে একটি আদর্শ রাষ্ট্র ও সমাজে নেতৃস্থানীয় মানুষদের যোগ্যতা, দক্ষতা, ন্যায়পরায়ণতা, সৎ ও মানবিক গুণাবলী থাকা ব্যক্তি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই উল্লিখিত বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছে। জাতীয়তাবাদী শক্তির সমবেত ধ্বণীই হচ্ছে সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা।’
ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন তপদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আল ইমরান সায়মন, সহ সভাপতি জাকির হোসেন ফরাজী, দপ্তর সম্পাদক মাহবুব প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মাহবুব সরকার, জালাল সরদার, আশরাফ উদ্দিন, মামুন রাঢ়ী, আবু বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নয়ন শিকদার, উপজেলা ছাত্রদলের সদস্য হযরত আলী গালিব, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি সবুজ নেতা, যুবদল নেতা ইসহাক গাজীসহ নেতৃবৃন্দ।