বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর -২ ( মতলব উত্তর -দক্ষিণ) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড.মোঃ জালাল উদ্দিন বলেছেন, কোন সন্ত্রাস,চাঁদাবাজ ও ভূমিদস্যুর স্থান এ দলে হবে না। এসব অপরাধের সাথে সম্পৃক্ততা পাওা গেলে বিএনপির সদস্য পদসহ আজীবনের জন্য বহিষ্কার করা হবে। এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হুশিয়ারি এবং বার্তা।
১২ জুলাই ( শনিবার) বিকেলে মতলব কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসুচি শুরু হয়েছে। এর মাধ্যমে তৃণমুলে দল আরো শক্তিশালী হবে। নেতৃবৃন্দ নতুন সদস্য সংগ্রহ কর্মসুচি মধ্যে ফ্যাসিষ্ট আ’লীগের নেতাকর্মীরা ঢুকে যেতে না পারে সেদিকে খেয়াল রাখার উপর গুরুত্বারোপ করেন।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম,সহ সভাপতি খলিল গাজী,ফেরদাউস বাবু, মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ,সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার। এসময় বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।