চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার ঠেটালিয়া নোয়াবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফতেহপুর পূর্ব ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
কর্মসূচীর উদ্বোধক ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারীর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম।
কর্মসূচীর উদ্বোধক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা সকলে সতর্ক থাকবেন কোনো আওয়ামী লীগ যাতে সদস্য ফরম পূরণ করতে না পারে। যদি আওয়ামী লীগের সাথে ছবি থাকে তার সদস্য ফরম নবায়ন করা যাবে না। গত ১৭ বছরে বিএনপির পক্ষে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে এবং আমাদের দলের যারা নির্যাতিত ত্যাগী নেতাকর্মী রয়েছেন তাদের সবার আগে এই সদস্যপদ নবায়ন করা হবে।
তিনি আরও বলেন, এই সদস্য নবায়নের মাধ্যমে যারা পরিচ্ছন্ন, যারা যোগ্য এবং যারা ভালো মানুষ আমরা সেই লোকগুলোকে বাছাই করে নিয়ে আসতে পারব। কারণ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ভবিষ্যৎতে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন নিরপেক্ষ ও সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম বলেন, পতিত আওয়ামী প্রেত্নাতারা তারা এখনও পর্যন্ত বাংলাদেশে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সহায়তা নিয়ে তারা দেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, “বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস।”
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো. আলমগীর সরকার।
আরো বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সভানেত্রী মনিরা চৌধুরী, জেলা বিএনপি এ্যাড. জহির উদ্দিন বাবর বেপারী, উপজেলা বিএনপির সহ- সভাপতি এসএম জাহাঙ্গীর, ফরাজীকান্দি ইউনিয়ন ববিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনি তপাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম সুর্য জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক সোহাগ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু।