চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের মোল্লাকান্দি বেরীবাঁধের উপর পাকা সড়কের এলাকা থেকে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইমন (২০), ও মোঃ মায়া হোসেন (৩৪), নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের মোল্লাকান্দি থেকে তাদের আটক করা হয়।
আটক মোঃ ইমন মতলব উত্তর উপজেলার মোল্লাকান্দি গ্রামের মিজান বেপারীর ছেলে অপর আটক মাদক বিক্রেতা মোঃ মায়া হোসেন একই উপজেলার ষাটনল ইউনিয়নের বড় ষাটনল গ্রামের মোঃ নাছির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের মোল্লাকান্দি বেরীবাঁধের উপর পাকা সড়কে অভিযান চালিয়ে মোঃ ইমন (২০), ও মোঃ মায়া হোসেন (৩৪), নামে দুই মাদক বিক্রেতাকে কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হক বলেন, “মোঃ ইমন (২০), ও মোঃ মায়া হোসেন (৩৪), নামে দুই মাদক বিক্রেতা বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। গোপন সংবাদেও ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। মতলব উত্তর থানাকে মাদক মুক্ত রাখার লক্ষে মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স।
তিনি আরও জানান, গ্রেফতারের পর মোঃ ইমন (২০), ও মোঃ মায়া হোসেন (৩৪), এর বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।