আজ রবিবার

৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ১:৩২

শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিকল্প নেই: ডাঃ শামীম

178 Views

চাঁদপুরের মতলব উত্তরের নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের নবনির্বাচিত পূর্ণাঙ্গ গভর্নিং বডি (২০২৫-২৭) এর দায়িত্ব গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডীন ও চাঁদপুর জেলা বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ শামীম আহমেদ।

বক্তব্যের শুরুতে তিনি অত্র কলেজের প্রতিষ্ঠাতা মরহুম মনির হোসেন খান সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কিছু বিষয়ে স্মৃতিচারণ করেন। তিনি গুণগত শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন।

ডাঃ শামীম আরো বলেন, সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তি রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার তৈরি হলে শিক্ষার মান বৃদ্ধি পেলে সমাজ ও দেশের উন্নয়ন হবে। তিনি গভর্নিং বডির নতুন নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন- নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ শুধু চাঁদপুর নয়, বরং সমগ্র দক্ষিণ-পূর্ব বাংলাদেশের শিক্ষাঙ্গনের একটি মডেল হতে পারে। এই প্রতিষ্ঠানের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা অর্জনে বর্তমান গভর্নিং বডির কার্যকর পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে জবাবদিহিতা, স্বচ্ছতা ও আধুনিক দৃষ্টিভঙ্গির বিকল্প নেই।

বিশেষ অতিথির বক্তব্যে নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি কর্নেল (অব.) মতিউর রহমান অত্র কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ মনির হোসেন খান সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মহান আল্লাহ যেন তার ছদগায়ে জারিয়া কবুল করে তাঁকে জান্নাতের উচ্চ মোকাম দান করেন এই দোয়া করেন। তাছাড়াও তিনি অত্র এলাকার চৌধুরি বাড়ি, মিয়া বাড়িসহ নিশ্চিন্তপুর, নওদোনা, পাঠানচক, হরিনা, আনোয়ারপুরসহ সমগ্র মতলব উত্তর এর সর্বসাধারণের প্রতি অর্থ, সম্পদ, শ্রম মেধা দিয়ে অত্র প্রতিষ্ঠান তৈরি অবদানের জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মতিউর রহমান আরো বলেন, আমরা এই প্রতিষ্ঠানকে শিক্ষার উৎকর্ষে পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ। ছাত্রছাত্রীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। তিনি কলেজের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও অবকাঠামোগত পরিবর্তনের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব অধ্যক্ষ মোঃ কামাল হোসেন, নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের সাবেক সভাপতি ফাতেমা খাতুন খান, প্রতিষ্ঠাতা সদস্য মারুফ হোসেন খান বিজয়, বিশিষ্ট শিক্ষানুরাগী ওবায়েদুল্লাহ হাওলাদার, মতলব বার্তার সম্পাদক রোটারিয়ান মোঃ টারজান মিয়া, বিশিষ্ট সমাজসেবক ও গ্রীণ ফেয়ার কিন্ডার গার্ডেন এর সভাপতি তারেক ইমাম চৌধুরী, মতলব উত্তর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মুন্সী, ৫নং দুর্গাপুর ইউনিয়নের সভাপতি শামসুদ্দিন সরকার, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম রাব্বানী মামুন, ফ্রেন্ডস ৯৫ এর সহ-সভাপতি ও মতলব বার্তার বার্তা সম্পাদক মাহমুদুল হক চৌধুরী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!