নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের রাতের আঁধারে গোপন মিছিল ও জনভীতি সৃষ্টির প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন, গজরা ইউনিয়ন, ইসলামাবাদ ইউনিয়ন, সুলতানাবাদ ইউনিয়ন ও জহিরাবাদ ইউনিয়নে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজন একযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর – দক্ষিণ) আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তানভীর হুদার নির্দেশে মিছিল আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ। মিছিলগুলো একযোগে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল থেকে বক্তারা বলেন, জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো এখন নিষিদ্ধ ব্যানার ব্যবহার করে রাতের অন্ধকারে হঠাৎ মিছিল করে জনগণের মাঝে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। এইসব গোপন কর্মসূচির মাধ্যমে তারা আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে।
তারা আরও বলেন, বিএনপি জনগণের দল। গণতন্ত্র, ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে আনতে দলীয় নেতাকর্মীরা সব সময় মাঠে ছিল, আছে এবং থাকবে। জনগণই আওয়ামী ষড়যন্ত্র রুখে দিয়ে আবারও এই দেশের মালিকানা ফিরে পাবে।
চার ইউনিয়নে একযোগে অনুষ্ঠিত এই শান্তিপূর্ণ মিছিল শেষে নেতাকর্মীরা প্রত্যয় ব্যক্ত করেন, ‘আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।’