চাঁদপুরের মতলব উত্তরের দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ ও লেখাপড়ার গুনগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে স্কুল অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু স্বপন কুমার সুত্রধর এর সভাপতিত্বে ও মোজাফফর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার, সাবেক সভাপতি মোঃ ওবায়েদ উল্লাহ হাওলাদার, সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, মোঃ সাইফুল ইসলাম খোকন, দুর্গাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসমত আলী প্রধান, সাবেক দাতা আনোয়ার হোসেন, আজীবন দাতা সদস্য মোঃ শামীম, অভিভাবক সদস্য আহমেদ হোসেন বাবুল।
প্রধান অতিথি শিক্ষা অফিসার আশরাফুল আলম বলেন, শিক্ষার্থীদের অনুপস্থিতির অন্যতম কারণ হল সকাল ভোরে প্রাইভেট পড়ানো। কারণ সকাল সকাল বাচ্চারা প্রাইভেট পড়লে স্কুলের ক্লাসে আর মনোযোগ থাকে না শরীর এনার্জিও থাকে না। তাই প্রাইভেট পড়াতে দিবেন না। তিনি আরও বলেন, যারা শিক্ষক আছেন প্রাইভেট পড়ানোর কথা ভুলে যান। প্রাইভেটে মনোযোগী না হয়ে ক্লাসে ভালভাবে পাঠদান করাবেন। যারা প্রাইভেট পড়িয়ে টাকা আয় করতে চান তারা দয়া করে অন্য সেক্টর দেখেন।
কারণ এ বছর দেখেছেন পরীক্ষা কেমন হয়েছে সে অনুপাতে আগামী বছরও পরীক্ষা হবে। সুতরাং লেখাপড়া করতে হবে। আগের মত ফাঁকি মারার কোন সুযোগ নেই।
এসময় বক্তারা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন ধরনের মতামত ও বিষয়াদি তুলে ধরেন এবং আলোচনা পর্যালোচনা করেন। একইসাথে শতভাগ উপস্থিতি নিশ্চিত ও লেখাপড়ার মানোন্নয়নে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সমাবেশ অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।