চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিষধর কোবরা সাপের দংশনে রানু বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টায় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে।
এর আগে, শুক্রবার দিনগত রাতে মতলব দক্ষিণ উপজেলার উপাধি উত্তর ইউনিয়নের উপাধি গ্রামের প্রধানীয়া বাড়িতে সাপের দংশনের শিকার হন এই গৃহবধূ। তিনি ওই গ্রামের মৃত ইদ্রিস আলী খানের স্ত্রী এবং চার মেয়ে ও এক ছেলে সন্তানের মা ছিলেন। তাঁর ছেলে প্রবাসে থাকেন।
নিহতের মেয়ে নাছিমা বলেন, ‘আমার ভাইয়ের মেয়ে (নিহতের নাতিনি) শুক্রবার রাতে আঙুর ফল খাওয়ার সময় একটা আঙুর হাত থেকে পড়ে খাটের নিচে চলে যায়। সেটি আমার মা খাটের নিচ থেকে আনতে গেলে কোবরা সাপ তাঁকে কামড় দেয়।’
নাছিমা আরও বলেন, ‘গুরুতর আহত অবস্থায় আমার মাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।’
প্রতিবেশী আবদুল মতিন বলেন, ‘হাসপাতালে নেওয়ার পথেই সাপে কাটা রানু বেগমের মৃত্যু হয়। আজ সকাল ৯টায় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে। তাঁর স্বামী ৩ বছর আগে মারা গেছেন।’