আজ মঙ্গলবার

৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সন্ধ্যা ৭:৫৮

মতলব পৌরসভায় এক কি.মি. রাস্তার কাজের উদ্বোধন

163 Views

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মতলব পৌরসভার প্রশাসক মোঃ আমজাদ হোসেন বলেছেন, সড়ক উন্নয়নের কাজে সাময়িক অসুবিধা হতে পারে। ভালো কিছুর প্রত্যাশায় আপনারা যদি এটি মেনে নিতে পারেন তাহলে কাজ আরম্ভ হবে। আপনাদের এই সড়কটিকে দৃষ্টিনন্দন করার জন্য ব্লক ইটের মাধ্যমে নতুন করে করা হবে। যদিও আমরা বর্ষা মৌসুমে মতলব পৌরসভার আওতাধীন যে সকল সড়কে পিচ ঢালাই হবে সেগুলো সাময়িক বন্ধ রেখেছি। সড়কের গুণগত মান বজায় রাখতে এটি করা হয়েছে।

রবিবার (৩ আগস্ট) বিকালে মতলব পৌরসভার এক নং ওয়ার্ডের পশ্চিম বাইশপুর মহল্লায় হাজী জালাল উদ্দিন চেয়ারম্যান বাড়ি থেকে নয়া বাড়ি ব্রিজ পর্যন্ত এক কিলোমিটার সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য শোনার পরেই পশ্চিম বাইশপুর মল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাময়িক অসুবিধার কথা মেনে নিয়ে সড়কটির উন্নয়ন কাজ আরম্ভ করার আহ্বান জানান। স্থানীয় ব্যক্তিদের আহ্বানে সাড়া দিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন মতলব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন।

এই সময় মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এনামুল হক বাদল, মতলব পৌরসভার প্রকৌশলী ফেরদৌস আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হক জহির, মিরান হোসেন মিয়াজী, সমাজসেবক দেওয়ান শাহাজাহান, ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হোসেন বেপারী, মতলব প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী ইয়ামিন, ওয়ার্ড কৃষক দলের সভাপতি আইয়ুব খান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম প্রধানসহ স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বেপারী, মোঃ নাসির দেওয়ান, মোহাম্মদ আলী,

পৌরসভা সূত্রে জানা যায়, হাজী জালালউদ্দিন চেয়ারম্যান বাড়ি থেকে নয়া বাড়ি ব্রিজ পর্যন্ত এক কিলোমিটার এই সড়ক উন্নয়নে ১ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ৮২ টাকার চুক্তিতে নিরাজ ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করবে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ