আজ বৃহস্পতিবার

৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

১৩ই সফর, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১২:৫৪

মতলবে শুক্কুর পাটোয়ারীর নেতৃত্বে আনন্দ মিছিল

76 Views

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে ধারাবাহিকতায় আওয়ামী লীগের পতনে বিজয় র‌্যালী ও বিএনপি সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ করেন চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি এম এ শুক্কুর পাটোয়ারী।

জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এ শুক্কুর পাটওয়ারী বলেছেন, ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে ভোট দিতে না পারায় সমগ্র জাতি একটি নির্বাচনের অপেক্ষায় আছে। আমরা আশা করি, এ সরকার দ্রুত একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এবং সমগ্র দেশবাসী নির্বিঘেœ তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করবেন।

তিনি আরো বলেন, তারুন্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হউক। এটা হলো আমাদের প্রত্যাশা। যারা পিআর পদ্ধতির কথা বলছেন তারা আত্মঘাতি চিন্তা করছেন। ওনারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ওনারা জানে না, পিআর পদ্ধতিতে ভোট হলে এখনও আওয়ামী লীগ গোপনে ভোট দিয়ে ৭০/৮০টি আসন পাবেন। সুতরাং এ আত্মঘাতি পিআর পদ্ধতি সিদ্ধান্ত আগামী দুই টার্ম পরে হতে পারে।

সোমবার (৪ আগস্ট) বিকেলে মতলব কমিউনিটি সেন্টারে জুলাই গণঅভ্যুত্থানে ধারাবাহিকতায় আওয়ামী লীগের পতনে বিজয় র‌্যালী ও বিএনপি সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তভ‚ক্তির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

আলোচনায় সভায় জেলা বিএনপির সদস্য ভিপি খলিলুর রহমানের সভাপতিত্বে জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউল মাওলা কচি, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রাফেল মিয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নায়েরগাঁও দক্ষিন ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান প্রধান, বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন প্রধান, মোঃ বজলুর রহমান, আলমগীর হোসেন রতন, আঃ মান্নান সরকার,।

এসময় বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কাইয়ুম, জেলা যুবদলের সহ-সম্পাদক এমএ আজিজ উপজেলা বিএনপির প্রবাসী কল্যান সম্পাদক আনোয়ার হোসেন ছৈয়াল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শরীফ উল্যাহ সরকার টিটু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জুয়েল হোসেন, পৌর ছাত্রদল নেতা নবীর হোসেন বাবু, মোঃ ফরহাদ, নারায়নপুর কলেজ ছাত্রদল নেতা ফখরুল ইসলাম হিরা, নারায়ণপুর পৌর ছাত্রদল নেতা জাবেদ পাটওয়ারী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন শাহাদাত হোসেন। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!