আজ বৃহস্পতিবার

৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

১৩ই সফর, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১২:৫৪

সাত শহীদের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

89 Views

গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭ জন শহিদ হন। আন্দোলনের এক বছর পর ৩৬ জুলাই উপজেলাজুড়ে সব শহিদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৭টায় উপজেলার গজরা ইউনিয়নে শহিদ আরিফুল ইসলাম রাজিবের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

পর্যায়ক্রমে সব শহিদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হিল্লোল চালমাসহ অন্যরা।

এ ছাড়াও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠন শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, আপনারা জানেন, আজ ৩৬ জুলাই। গত বছর এই সময়টাতে আমাদের অনেক যোদ্ধা শহিদ হয়েছেন। আজকে আমরা সমবেত হয়েছি সব শহিদকে শ্রদ্ধা নিবেদনের জন্য। আশা করি আল্লাহ তাদের শান্তিতে রাখবেন এবং এই দিনে সবার জন্য দোয়া করি। যেন আমাদের দেশটা ভালোভাবে চলে।

মতলব উত্তরে ৭ জন শহিদ রয়েছেন। প্রত্যেক শহিদের কবরে আমাদের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন পেশার লোকজন শ্রদ্ধা নিবেদন করবেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চালমা বলেন, আপনারা জানেন, ৫ আগস্ট বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছিল। এদিন মতলব উত্তরের যারা শহিদ হয়েছেন, তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা সমবেত হয়েছি। শহিদদের রুহের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, আজকে ৩৬ জুলাই উদ্‌যাপন উপলক্ষে উপজেলাজুড়ে পুলিশের কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আশা করি সবাই দিনটি সুশৃঙ্খলভাবে পালন করবে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!