চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১০ আগস্ট) দুপুরে সাদুল্যাপুর গ্রামের মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই মো. জহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। এ সময় মাদক কারবারি মো. হানিফ ও মো. হাসান কে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা আসামি আমিয়াপুর মোল্লা বাড়ির মৃত ওহাব মোল্লার ছেলে মো. হানিফ (৪২) এবং সাদুল্যাপুর নতুন বাড়ির মো. মিরাজের ছেলে মো. হাসান (৪২)। এসময় তাদের হেফাজত থেকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় মতলব উত্তর থানায় এফআইআর নং-২৭, তারিখ ১০ আগস্ট ২০২৫; জি আর নং-৪৯২/২৫; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, মাদক আমাদের সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।