চাঁদপুরের মতলব দক্ষিণে পানিতে ডুবে তাকরিম হাসান নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী এলাকার প্রধানীয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাকরিম হাসান ঘিলাতলী এলাকার প্রবাস ফেরত আব্দুল বারেক প্রধানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে শিশু তাকরিম খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে ডােবার পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ভাসমান অবস্থায় ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে উপজেলার নারায়ণপুর বাজারে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকরিমকে মৃত ঘোষণা করেন।