আজ শনিবার

২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৫ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১১:৪২

রান্নাঘরে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

562 Views

চাঁদপুর মতলব উত্তর উপজেলায় সাপের কামড়ে খুকি বেগম (৩৫) নামে দুই সন্তানের জননীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের হাতীঘাটা টরকি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খুকি বেগম হাতীঘাটা টরকি গ্রামের মামুন সরকারের স্ত্রী। তার বাবার নাম মুক্তিযোদ্ধা আব্দুর রব।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে প্রতিদিনের মত সকালে রান্নাবান্নার কাজে রান্নাঘরে গেলে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সাপে কাটার পর সে অসুস্থ হয়ে পড়লে তার স্বামী তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর খবর শুনেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করে স্বজনরা।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ