আজ শনিবার

৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

বিকাল ৪:০০

বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে: ড. জালাল

7 Views

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ডঃ মুহাম্মদ জালাল উদ্দিন।

মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়া সরকার বাড়িতে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় জনগণের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং ৩১ দফার মূল বার্তাগুলো তুলে ধরেন ডঃ মুহাম্মদ জালাল উদ্দিন।

বিএনপি নেতা আবুল কাশেম সরকারের সভাপতিত্বে ও ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গণি তপদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু,ইউনিয়ন বিএনপি নেতা গাজী নান্নু মিয়া, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল মালেক মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, বিএনপি নেতা নুরুজ্জামান সরকার, মমিন প্রধান। অনুষ্ঠান আয়োজনে ছিলেন, আশিক।

এ সময় মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকাবাসীর মাঝে গণসংযোগ চালিয়ে বিএনপির রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ জাতির সামনে তুলে ধরেন। এ ৩১ দফা সম্পর্কে মানুষকে অবহিত ও তা বাস্তবায়নে মানুষের সমর্থন আদায়ে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ দেশব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!