চাঁদপুরের মতলব উত্তরে দুর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার দিবাগত রাত ২ টা ৩০ মিনিটে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের বড়ইকান্দি মিয়াজী বাড়িতে এই ঘটনা ঘটে।
জানা যায়, সৌদি প্রবাসী নিজামুদ্দিন মিয়াজীর বাড়িতে প্রায় ১৫ জনের ডাকাতদল মেইন গেটের তালা ভেঙে ও দরজার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এসময় তারা ঘরের সবাইকে মারধর করে আতঙ্ক সৃষ্টি করে। নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বর্তমানে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।