চাঁদপুরের মতলব উত্তরে নিখোঁজের একদিনেও স্কুলছাত্র শহিদুল ইসলাম তামিমের (১৩) খোঁজ মেলেনি। গতকাল শুক্রবার (২৯ আগস্ট) সকালে জুমার নামাজের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে।
তামিম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কলসভাঙ্গা গ্রামের দুলাল প্রধানের ছোট ছেলে ও মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালযের ৭ম শ্রেণির ছাত্র। নিখোঁজের সময় ওর পরনে ছিলো কালো ফুল হাতা শার্ট ও কালো প্যান্ট।
তামিমের চাচা জাহিদ রানা মতলব টুডে ডটকমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৯টায় তামিম জুম্মার নামাজ পড়বে বলে বাড়ি থেকে সুজাতপুর বাজারের উদ্দেশে বের হয়। কিন্তু এর আর পরেও বাড়িতে ফিরে আসেনি। শুক্রবার দুপুর থেকে ওর ব্যবহৃত রেডমি নোট ১০ মোবাইল ফোনে দুপুর ২ টা পর্যন্ত সংযোগ স্থাপণ করা গেলেও সর্বশেষ ২:৪০ মিনিটে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাকে না পেয়ে পরিচিত আত্মীয় স্বজনসহ সব জায়গায় খোঁজ নেওয়া হয়। তামিম বাড়িতে ফিরে না আসায় দিশেহারা তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা।
তিনি ধারণা করে আরও বলেন, তামিম ফ্রী ফায়ারে আসক্ত ছিলো। সেই সূত্রে গড়ে উঠা বন্ধুদের সাথে দেখা করাটাও তার উদ্দেশ্যের মধ্যে থাকতে পারে।
এদিকে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান পেলে ০১৬১৭০৬৫৩৬২/০১৩৪২০১১৪২৫ নম্বরে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।