আজ সোমবার

৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ৪:৩৮

ছেংগারচরে দিনে-দুপুরে অটো ছিনতাইয়ের সময় আটক ১

256 Views

চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর বাজারে দিনে-দুপুরে অটোরিক্সা চুরির চেষ্টাকালে স্থানীয় জনতার সহযোগিতায় মলমপার্টির এক সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে ছেংগারচর বাজার ফলের বাজারের সামনে এ ঘটনা ঘটে।

অটোরিক্সাচালক মুসলিম মিয়া (৫৪) সাদুল্যাপুর গ্রামের কবির মেম্বার বাড়ির মৃত ইউসুফ প্রধানের সন্তান। তিনি অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে পাঁচজন মলমপার্টির সদস্য বেলতলী এলাকা থেকে ছেংগারচর বাজারে আসার জন্য মুসলিম মিয়ার অটোরিক্সা ভাড়া করে। বাজারের কাছাকাছি এসে তিনজন নেমে যায়। এসময় তারা কৌশলে মুসলিম মিয়াকে কলা ও পানি খেতে দেয়। পরে বাজারে পৌঁছে দুই সদস্য তাকে এক হাজার টাকার নোট দিয়ে এক কেজি আঙ্গুর কিনতে বলে। মুসলিম মিয়া দোকানে ঢুকে আঙ্গুর কিনতে গেলে তারা অটোরিক্সা নিয়ে পালানোর চেষ্টা করে।

মুসলিম মিয়া চোর চোর বলে চিৎকার করলে ছেংগারচর বাজার চৌরাস্তায় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে মলমপার্টির সদস্য সিরাজ মিয়াকে (৬২) আটক করে। তার বাড়ি ভোলা জেলার লালমোহন থানাধীন পূর্ব চরমোদ মতাহার বাবর আলী বাড়ীতে। জনতা আটককৃতকে গণধোলাই দিলে খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিক্সাসহ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।এসময় মুসলিম মিয়াকে স্থানীয়রা অবচেতন অবস্থায় দেখতে পায়। পুলিশ তাকে চিকিৎসার জন্য ব্যবস্থা করে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, এটি একটি পরিকল্পিত মলমপার্টির ছিনতাই চক্রান্ত ছিল। স্থানীয়দের সহযোগিতায় আমরা একজনকে আটক করতে সক্ষম হয়েছি। অটোরিক্সাটিও উদ্ধার করা হয়েছে। ভিকটিমকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে এবং বাকি সদস্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ