আজ বৃহস্পতিবার

১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ৩:২১

মতলবে পঁচা মাংস-অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

162 Views

চাঁদপুরের মতলব দক্ষিণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মতলব সদর ও মুন্সীরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল এমরান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয় সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, পঁচা মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার, ঘোষ কেবিনকে ৩০ হাজার টাকা, ভাই ভাই এন্ড নন্দ কেবিনকে ১০ হাজার টাকা, মুসলিম সুইটসকে ৫ হাজার টাকা, দাদন ফরাজী হোটেলকে ৫ হাজার টাকা, বাবুলের মাংসের দোকানকে ৫ হাজার টাকা এবং মুন্সীরহাট বাজারের গাজী ট্রেডার্সেকে ২ হাজার টাকা ও আব্দুল হাই স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল এমরান বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে আমাদের এ ধরনের নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। অনিয়ম করলে কাউকেই ছাড় দেয়া হবে না। এসময় অভিযুক্ত প্রতিষ্ঠান সমূহ পুনরায় এ ধরনের অনিয়ম করবে না বলে অঙ্গীকার করেছেন।

এ সময় জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি টীম সার্বিক সহায়তা প্রদান করেন।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ