আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ আসনে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী ছাত্রঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ইসমাইল হোসেন সুমন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নতুনবাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে দ্বারে দ্বারে গণঅধিকার পরিষদের ২১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ করেন তিনি। সংক্ষিপ্ত পথসভা শেষে গণসংযোগে দলীয় প্রতীক ‘ট্রাক’ মার্কায় ভোট চান নেতাকর্মীরা।
ইসমাইল হোসেন সুমন বলেন, আমরা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি তাই সকল শ্রেণীর মানুষের দুঃখ-দুর্দশা বুঝি। প্রচলিত রাজনীতি নিয়ে এদেশের মানুষের ব্যাপক ক্ষোভ রয়েছে। তাই আমরা নতুন বাংলাদেশ গড়তে বদ্ধ পরিকর। রাষ্ট্রযন্ত্রের সংস্কার দাবি করে এসময় তিনি জনগণকে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরিবর্তনের বার্তা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক এম.এ মবিন, মতলব উত্তর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হাসান মাহমুদ (সুমন), সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম শ্যামল, ছেংগারচর পৌর সভাপতি সাদ সরকার, যুবনেতা সজিব হাসান নূর, ইঞ্জিনিয়ার নুরে আলম, নাগর সরকার, রাব্বানী, ফয়সাল সরকার, মঞ্জুরুল ইসলাম, দুলাল, সাইফুল ইসলাম,কাওছার মুন্সি,হানিফ মুন্সি, ছাত্রনেতা নাজমুল, জাহিদ হাসান, রিফাত, নিশান, নাজমুল, রাকিব, জয় মোল্লা,আশরাফুল, মুন্নাসহ ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।