চাঁদপুরে আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে অনুষ্ঠিতব্য ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্ণামেন্টের অফিসিয়াল ধারাভাষ্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন মতলবের উদীয়মান তরুণ ধারাভাষ্যকার মো. ফয়সাল আহমেদ।
মতলবের ক্রীড়াঙ্গনে ধারাভাষ্যের জগতে সম্প্রতি সময়ে এক উজ্জ্বল নাম ফয়সাল আহমেদ। প্রাণবন্ত কণ্ঠ, সাবলীল বর্ণনা আর খেলার সূক্ষ্ম বিশ্লেষণে তিনি ইতোমধ্যেই মতলবসহ দেশের বিভিন্ন প্রান্তের দর্শক-শ্রোতাদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছেন। খেলার মাঠের প্রতিটি মুহূর্তকে রঙিন করে তুলতে ফয়সাল আহমেদের ভাষ্য যেন আলাদা মাত্রা যোগ করে।
তাঁর বর্ণনায় শুধু খেলার গতিপথই নয়, উঠে আসে আবেগ, উত্তেজনা আর দর্শকের সাথে মিশে থাকা এক গভীর সংযোগ।
অনেকেই বলছেন, ধারাভাষ্যে ফয়সাল একজন অনন্য উদাহরণ। তাঁর কণ্ঠ দর্শকের মনে খেলার চলমান ছবি আঁকে, আর সেই কারণেই তাকে বলা হয়—“নেপথ্যের কণ্ঠযোদ্ধা।”
ফয়সাল আহমেদ বলেন, এবারের ডিসি কাপ তার জন্য নতুন অভিজ্ঞতা। তার এ যাত্রা যেন শুভ হয় সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, ১৯৮৪ সাল থেকে চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। সর্বশেষ ২০২৩ সালে ২০তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছিলো। দুই বছর বন্ধ থাকার পর আবার আয়োজন করা হলো ২১তম ফুটবল টুর্নামেন্ট।