আজ মঙ্গলবার

১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ১২:২০

মতলবে মায়ের মৃত্যুশোক শেষ না হতেই ডেঙ্গুতে ছেলের মৃত্যু

400 Views

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর এলাকার নেছার পাটোয়ারী (৩২) নামের এক ব্যবসায়ীর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

জানা যায়, ৮ মাস আগে ক্যানসার রোগে আক্রান্ত হয়ে তার মা মাফুজা বেগম মারা যান। নেছার পাটোয়ারী নারায়ণপুর এলাকার ইউসুফ পাটোয়ারীর ছেলে। ২ বোন ১ ভাইয়ের মধ্যে নেছার পাটোয়ারী ছিলেন মেঝো। তিনি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় দীর্ঘদিন ধরে মুদি দোকানের ব্যবসা করতেন এবং সেখানেই থাকতেন।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নেছার পাটোয়ারী গত সাত দিন ধরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকার বিআরবি (প্রা.) হাসপাতালে চিকিৎসাধীনে ছিলেন। শনিবার (০৪ অক্টোবর) রাতে তার অবস্থা বেগতিক দেখে ওই হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নেছার পাটোয়ারীর মা মাহফুজা বেগম ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার শোক না কাটতেই ছেলের মৃত্যুতে স্বজনদের মধ্যে হৃদয়বিদারক আহাজারিতে বাতাস ভারী হয়ে গেছে।

নেছার পাটোয়ারীর বাবা ইউসুফ পাটোয়ারী বলেন, গত সপ্তাহে তার ছেলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়। পরে বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রোববার সকাল ৬টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে চাঁদপুরে গ্রামের বাড়িতে নেছার পাটোয়ারীর জানাজা শেষে মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ