আজ মঙ্গলবার

১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ১২:৩৭

মতলব উত্তরে কেরীর ট্যাবলেট খেয়ে তরুণের আত্নহত্যা

116 Views

চাঁদপুরের মতলব উত্তরে কেরীর ট্যাবলেট খেয়ে উজ্জল নামের ২৩ বছরের এক তরুণ আত্নহত্যা করেছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে ময়নাতদন্ত শেষে ওই তরুণের লাশ বাড়িতে এনে দাফন সম্পন্ন করা হয়। নিহত উজ্জল ছেংগারচর পৌরসভার বালুরচর গ্রামের ফরাজি বাড়ির মৃত বেলায়েত হোসেন ও জোৎস্না বেগম দম্পত্তির একমাত্র ছেলে। সে গাড়ি চালকের কাজ করতো।

জানা যায়, উজ্জল বালুরচরে তার নানার বাড়িতে বসবাস করতো। দীর্ঘদিন যাবত আর্থিক ও পারিবারিকভাবে চরম ঋণ আর হতাশায় জর্জরিত ছিলো সে।

দুই বছর আগে বিয়ে করলেও স্ত্রীর সঙ্গে বনিবনা না থাকায় স্ত্রীও ছেড়ে চলে যায় উজ্জ্বলকে। অন্যদিকে, কিস্তি আর ঋণের চাপে চাঁদপুর শহরে কাজ করে জীবিকা নির্বাহ করতো উজ্জলের মা। তাই বাড়িতে একা হয়ে পড়ে উজ্জল। রোববার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির জেরে কেরির ট্যাবলেট খেয়ে আত্নহত্যা করে সে। এরপর পার্শবর্তী স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এই ঘটনায় শোকে কাতর হয়ে পড়েছে উজ্জলের মা। এ বিষয়ে মতলব উত্তর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ