আজ বুধবার

১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ১:৪৭

ঘনিয়ারপাড়ে আসছে ৩ তারকা, উত্তেজনায় ফুটবলপ্রেমীরা

137 Views

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মতলব উত্তর স্পোর্টস ক্লাব আয়োজিত খাসিকাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল মাঠে গড়াতে যাচ্ছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুর ৩ টায় ঘনিয়ারপাড় উপজেলা মাঠে বিপুল উৎসাহ-উদ্দীপণায় জমকালো আয়োজনে ফাইনাল খেলার আনুষ্ঠানিকতা শুরু হবে।

আর এই ফাইনালকে ঘিরে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সাইফুদ্দিন সিয়ামসহ ভিনদেশী দুই ফুটবল তারকা। তাদের উপস্থিতিতেই রঙ ছড়াবে ফাইনালের মঞ্চ।

ঘনিয়ারপাড় ফুটবল একাদশ বনাম আদুরভিটি গৈপুর ইয়াং ম্যান্স ক্লাবের দুই একাদশের সঙ্গে শেষ লড়াইয়ে মাঠে নামবেন তুরষ্কের খেলোয়ার হাসান বে ও নাইজেরিয়ান খেলোয়ার সোলেমান সিল্লাহ।

যাদের পারফরম্যান্সই নির্ধারণ করবে কার হাতে উঠবে চ্যাম্পিয়ন ট্রফি। দর্শক ও সমর্থকদের আশা—এ ফাইনাল হবে স্মরণীয় এক ম্যাচ, যেখানে প্রতিটি মুহূর্তে থাকবে রোমাঞ্চ আর প্রতিদ্বন্দ্বিতা।

দর্শকদের শ্রোতাদের সঙ্গে খেলার ঢেউ জাগাতে মাঠে থাকছে বাংলাদেশ ইমাজিন স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি জনপ্রিয় ধারাভাষ্যকার নিজাম উদ্দিন আহমেদ, কক্সবাজারের জনপ্রিয় ধারাভাষ্যকার বেলাল আজম বেলালী, মতলবের তরুণ ধারাভাষ্যকার মিরাজ মুন্না ও মুসলিম উদ্দিন শিপন।

খেলার মাঠে গতি, কৌশল আর গোল—সব মিলিয়ে এক টানটান উত্তেজনার লড়াই দেখার অপেক্ষায় উপজেলাবাসী।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ