আজ বৃহস্পতিবার

১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সন্ধ্যা ৭:৪৭

জীবগাঁও জেনারেল হক কলেজে পাস করেনি একজনও!

268 Views

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় মতলব উত্তরের জীবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজের একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা যায়, এই প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ১৭ পরীক্ষার্থীর সবাই অনুত্তীর্ণ হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বোর্ড সূত্রে জানা গেছে, এবার পুরো উপজেলার গড় পাসের হার মাত্র ২২.৭২ শতাংশ, যা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কম। তবে হতাশার মধ্যেও মুন্সি আজিম উদ্দিন কলেজ দেখিয়েছে একঝলক উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের পাসের হার ৪৭.২৭ শতাংশ।

এছাড়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে:
ছেংগারচর সরকারি কলেজ: পাসের হার ২৫.২৬ %, নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজ: পাসের হার ১৩.০০%, সুজাতপুর ডিগ্রী কলেজ: ১৩.০০%, নাউরী আদর্শ কলেজ: ৩৮.৮৭%, আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় ১৩.০০%, কালিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ: পাসের হার ১৭.৮০%, পাসের হার ২০.০০%, ধনাগোদা তালতলী হাইস্কুল এন্ড কলেজ ৩৩.৩৩%,শরিফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজ: ৪.৪১%।

অন্যদিকে, আলিম পরীক্ষায় দেখা গেছে কিছুটা আশার আলো। উপজেলায় এবার মোট ১৫৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৮০ জন পাস করেছে। গড় পাসের হার ৫০.৬৩ শতাংশ।

আলিম পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার ৮০.৬৪ শতাংশের গৌরব অর্জন করেছে বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসা। অন্যদিকে হাশিমপুর আহম্মদিয়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসায় পাসের হার মাত্র ৫.৫৫%।

এছাড়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: ফরাজীকান্দি উয়েসীয়া কামিল মাদ্রাসা: ৩২.৩৫%, নেদায়ে ইসলাম মহিলা ফাজিল মাদ্রাসা ৬৬.৬৭%, সাড়ে পাঁচানী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা ৬০.০০%, লবাইরকান্দি আল আমিন আলিম মাদ্রাসা ২৭.২৭%।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম মতলব টুডে ডটকমকে বলেন, ফলাফলে দেখা গেছে কিছু কলেজ ও মাদ্রাসা ধারাবাহিকভাবে ভালো করছে, তবে কয়েকটি প্রতিষ্ঠানের অবস্থা আশঙ্কাজনক। আগামী বছর থেকে এসব প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”

এদিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম বলছেন, “শূন্য পাস পাওয়া প্রতিষ্ঠানের বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এসব প্রতিষ্ঠানে শিক্ষার মান, শিক্ষক উপস্থিতি ও একাডেমিক কার্যক্রমে ঘাটতি রয়েছে। আগামী শিক্ষা বর্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরো বলেন, “বোর্ডের লক্ষ্য শুধু ফল প্রকাশ নয়, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন। যেসব প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে খারাপ করছে, তাদের নিয়ে আলাদা পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।”

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ