আজ মঙ্গলবার

১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ২:৫৪

স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বউ আনলেন মতলবের প্রবাসী

1044 Views

বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেল চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সৌদি প্রবাসী মেহেদী হাসান রাজু।

বিয়ের দিন শুক্রবার (১৪ নভেম্বর) সকাল থেকেই এলাকায় গুঞ্জন ওঠে রুহিতারপার ডিএম উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করবে বর যাত্রীর একটি হেলিকপ্টার। সেই কথা মতোই হেলিকপ্টারটি মাঠে নামতেই উপস্থিত শত শত মানুষের মধ্যে দেখা যায় অন্যরকম উচ্ছ্বাস। সবাই ছুটে আসে বর দেখার জন্য।

হেলিকপ্টারে চড়ে বউ আনতে যাওয়া প্রবাসী রাজু উপজেলার উত্তর ছেংগারচর এম.এম. কান্দি গ্রামের হাজী আব্দল বারেক দেওয়ানের ছেলে। উপজেলার রুহিতার পাড় গ্রামের মো. আল-আমিন প্রধানের মেয়ে আবিদা সুলতানা অনামিকার সঙ্গে যুগলবন্দী হয়েছেন তিনি।
রাজুর বাবা হাজী আব্দুল বারেক দেওয়ান জানান, ছেলের জীবনের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতেই আমাদের এই আয়োজন । এমন আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত।

অনামিকার বাবা আল আমিন প্রধান বলেন, শনিবার আমার মেয়ে ও জামাইকে ঘোড়ার গাড়িতে করে আমাদের বাড়িতে নিয়ে আসব। সবাই তাদের জন্য দোয়া করবেন। তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়।

মেহেদী হাসান রাজু বলেন, আমি আমাদের সংসারের ছোট ছেলে। বাবা–মা, ভাই–বোন সবাই আমাকে অনেক স্নেহ করে বড় করেছেন। পরিবারের পক্ষ থেকে আমার জন্য এই বিশেষ আয়োজন আমি আমার পরিবারের প্রতি কৃতজ্ঞ। জীবনের নতুন পথচলায় সবার দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।

বরের সঙ্গে হেলিকপ্টোরে করে আসা তার ফুফাতো ভাই সাংবাদিক সুমন সরদার বলেন, রাজু আমাদের পরিবারের খুবই প্রিয় ও আদরের। রাজু সবসময় বলত আমার বিয়েটা আলাদা হবে। আজ সেটা সত্যি হলো। হেলিকপ্টারে করে বিয়ে করতে আসার বিষয়টি আমাদের পরিবারের জন্য সত্যি গর্বের ও স্মরণীয়।

বিয়ের আনুষ্ঠানিকতা অনুযায়ী, বৃহস্পতিবার হলুদ, শুক্রবার শুভ বিবাহ ও কনের বাড়িতে প্রীতিভোজ এবং সর্বশেষ শনিবার বরপক্ষের বাসায় প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হবে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ